বাংলাদেশে নতুন করে আরো ৪,০১৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এই সময়ের মধ্যে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় ১৮,৩৬২ টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে বলে প্রতিদিনকার স্বাস্থ্য বুলেটিনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।
অন্যদিকে মোট কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫৩,২৭৭ জনে। আর করোনাভাইরাস আক্রান্ত হয়ে মোট ১,৯২৬ জনের মৃত্যু হলো।
গত মাত্র ৩০ দিনে দেশটিতে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন।