সারা দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯১ জন নতুন ডেঙ্গু রোগী। যা আগের দিনের তুলনায় প্রায় ৮ শতাংশ কম।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে ১৫৯ জন এডিস মশাবাহী এ রোগের মূল কেন্দ্র ঢাকায় এবং ৩৩২ জন দেশের অন্যান্য জায়গায় ভর্তি হয়েছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু রোগের চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩ হাজার ৪৮১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে চলে গেছেন গেছেন ৮১ হাজার ৫২ জন। যা হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যার প্রায় ৯৭ শতাংশ।
বর্তমানে সারা দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী আছেন ২ হাজার ২২৬ জন।
এশিয়ার অন্যান্য দেশের মতো এবার বাংলাদেশে ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গুতে এখন পর্যন্ত ৬৮ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। যদিও বেসরকারি অনুমান বলছে সংখ্যাটি অনেক বেশি।
আজকের বাজার/এমএইচ