যুক্তরাষ্ট্রে শনিবার গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক ৬০ হাজার ২০৭ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির হিসেব থেকে এ তথ্য জানা যায়। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ৯৮ হাজার ২০৯ জন। বাল্টিমোর ভিত্তিক ইউনিভার্সিটি স্থানীয় সময় রাত সাড়ে আটটায় এ কথা জানিয়েছে।
এ সময় করোনায় মারা গেছে আরো ৮৩২ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৯ হাজার ৯৬০ জন। যুক্তরাষ্ট্রে নতুন সংক্রমণে পর পর তিন দিন যে রেকর্ড তৈরি হয়েছে শুক্রবার তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ দিন ৭৭ হাজার ৬৩৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়। দেশটিতে করোনার সংক্রমণ বাড়তে থাকায় কোন কোন রাজ্যে শিথিলতার পরিবর্তে কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান