রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে অপহৃত শিশু সুমাইয়াকে ২৪ দিন পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার,২৬এপ্রিল রাত ৩টার দিকে রাজধানীর কদমতলী থানার জুরাইনের রহমতবাগ এলাকা থেকে সুমাইয়াকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর এখন থানায় রাখা হয়েছে শিশুটিকে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান আজকের বাজারকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত ৩ এপ্রিল কামরাঙ্গীরচর এলাকা থেকে নিখোঁজ হয় সুমাইয়া (৬)। পাশের বাসার সাবেক ভাড়াটিয়া বৃষ্টি ওইদিন এসে সুমাইয়াকে নিয়ে যায়। এ ব্যাপারে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়। পরে ক্লোজড সার্কিট ক্যামেরা থেকে পুলিশ বৃষ্টিকে শনাক্ত করে।
আজকের বাজার:এলকে/এলকে/২৭এপ্রিল,২০১৭