চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার সকালে ২৪ পিস সোনার বারসহ এক চীনা নাগরিককে আটক করেছে কাস্টমস বিভাগের কর্মকর্তারা। জব্দ করা সোনার ওজন ২ কেজি ৮০০ গ্রাম।
আটক চীনা নাগরিকের নাম ফ্যান রংগুই। সকাল ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি চট্টগ্রাম পৌঁছেন।
চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. নূর উদ্দিন মিলন জানান, সকালে বিজি-১৪৮ ফ্লাইটে আসা ওই যাত্রীর পণ্যসামগ্রী স্ক্যানিংয়ের সময় চার্জার লাইটে নিষিদ্ধ ধাতব পদার্থ থাকার বিষয়ে সন্দেহ হয় কাস্টমসের কর্মকর্তাদের। এরপর তাকে চ্যালেঞ্জ করা হয়। একপর্যায়ে লাইট ভেঙে ২৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়। ওজন প্রায় ২৪০ তোলা বা ২ কেজি ৮০০ গ্রাম।
এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ডেপুটি কমিশনার।
আজকের বাজার/এমএইচ