২৫টি কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেয়নি: মঞ্জু

খুলনা সিটি করপোরেশন নির্বানে ২৫ টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী মঞ্জু।

মঙ্গলবার (১৫মে) ভোট গ্রহণ শুরু পর বিএনপির মেয়র প্রার্থী মঞ্জু নগরীর রহিমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দান শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।

এর আগে বিএনপির সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম মনাও দুটি কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন।

খুলনা সিটিতে মোট ভোটার চার লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী দুই লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোটকেন্দ্র ২৮৯টি। প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার রয়েছে চার হাজার ৯৭২ জন।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ হোসেন জানান, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দুটি ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হচ্ছে। নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের ২০৬ নম্বর কেন্দ্র ও ২৭ নম্বর ওয়ার্ডের ২৩৯ নম্বর কেন্দ্রে মোট ১০টি ইভিএম রয়েছে।

আরজেড/