প্রমীলা ক্রিকেটারদের জন্য খুলনায় দুই সপ্তাহের অনুশীলন ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইং। ২৫ ক্রিকেটার নিয়ে হবে এ ক্যাম্প।
আজ থেকে শুরু হবে রুমানাদের অনুশীলন। প্রথম কয়েক দিন বিভিন্ন অনুশীলন করবে ক্রিকেটাররা। তারপর দুই দলে বিভক্ত হয়ে দুইটি ওয়ানডে ও দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। ওয়ানডে ম্যাচ দুইটি ১৮ ও ২০ আগস্ট এবং টি-২০ ম্যাচ দুইটি ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
২৩ আগস্ট এ অনুশীলন ক্যাম্প শেষ হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে ক্যাম্পের সময় বাড়ানো হতে পারে।
ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন: রুমানা আহমেদ, জাহানারা আলম, খাদিজা তুল কুবরা, সানজিদা ইসলাম, ফারজানা হক, সালমা খাতুন, নুজহাত তাজিয়া (উইকেরক্ষক), রিতু মণি, লতা মণ্ডল, আয়েশা রহমান, শারমিন আক্তার, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, নাহিদা আক্তার, পান্না ঘোষ, শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন, শামিমা সুলতানা (উইকেটরক্ষক), জান্নাতুল ফেরদৌস, মুর্শিদা খাতুন, সুবহানা মুস্তারি, ইশমা তানজিম, লিলি রানী বিশ্বাস, ইশমত জাহান, তৃপ্তি মণ্ডল।
আজকের বাজার:সালি / ১৩ আগস্ট ২০১৭