সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ মণ জাটকা জব্দ করেছে প্রশাসন।
বৃহস্পতিবার রাত ১১টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন। তার সাথে ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দ ছিলেন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, চলমান জাটকা সংরক্ষণ অভিযানে এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় চালান আটক হলো। শুক্রবার সকালে জব্দ জাটকা বিভিন্ন এতিমখানা ও প্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে।