২৫ হাজারে আইফোন!

ব্যান্ডের আইফোনটির দাম আকাশছোঁয়া। তাই ইচ্ছে থাকলেও অনেকের আইফোন কেনার সামর্থ হয়না। তাই নতুন ফোন আনতে চলেছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ফোনটির মডেল ভিভো ভি নাইন। ২৭ মার্চ থেকে ফোনটি বাজারে পাওয়া যাবে।

যদিও ভিভোর পক্ষ থেকে নতুন ফোন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছে কোম্পানির নতুন ভিভো নাইন লঞ্চ করা হতে পারে। ফোনটির মূল্য ২৫ হাজার টাকা।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ভিভো ভি সেভেন এবং ভি সেভেন প্লাস অবমুক্ত করে। এবার আসছে ভিভো ভি নাইন।

ভিভোর নতুন এই ফোনটিতে আইফোন এক্স’র মত নচ থাকছে। তাই ফোনটি দেখতে হবে ঠিক আইফোনের মত।

তবে বাজারে প্রচুর কানাঘুঁষো চলছে ভিভোর নতুন এই ফোন নিয়ে। সম্প্রতি এক অনলাইন লিকে দেখা গিয়েছে এই ফোনে থাকবে আইফোন এক্স’র মত নচ এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেট আপ। এই ফোনের বেজেল প্রায় নেই বললেই চলে। ছোট বেজেলের কারণে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হয়তো ফোনের পিছনের দিকেই থাকবে।

 

এমআর/