২৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ২৫ হাজার ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১৪ মে) সন্ধ্যায় র‌্যাব-২ এর একটি দল নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট সড়ক সংলগ্ন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করে র‌্যাব-২ ব্যাটালিয়ন।

আটকরা হলেন সোলাইমান (৩০) ও লোকমান হাকিম (৬১)।

জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা মুনাফা ছাড়া মোটা অঙ্কের টাকা লাভের আশায় এ মাদক ব্যবসায় জড়িয়েছে। তারা কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে ইয়াবা ট্যাবলেট (মাদক) রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছে।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, গোপন তথ্য ছিল ২৬/১-২, এলিফ্যান্ট সড়কের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এর নিচ তলা ইস্টার্ন ব্যাংক লিমিটেড এর এটিএম বুথের সামনে ইয়াবার বড় একটি চালান সরবরাহ করার জন্য অবস্থান করছে মাদক বিক্রেতারা। ওই তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল অভিযানে যায়। পালানোর সময় সোলাইমান ও লোকমান হাকিমকে আটক করে র‌্যাব।

আজকের বাজার/আরআইএস