আগামী ২৬ এপ্রিল ঢাকায় আসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। এই দলটি রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গাও শিবির পরিদর্শন করবে। একই সাথে দলটি বাংলাদেশ থেকে মিয়ানমারের রাখাইনে যাবে। তাছাড়া দলটি দুই দেশের সরকারের মন্ত্রীদের সঙ্গেও বৈঠক করবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রতিনিধি দলে নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশসহ ১৫ দেশের প্রতিনিধি থাকবেন।
কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন ছাড়াও এই প্রথমবার রাখাইনে রোহিঙ্গাদের গ্রাম সফর করবেন তারা।
রাখাইনে সহিংসতা শুরুর পর বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা। এ নিয়ে সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখে। ঢাকা-নেপিদো চুক্তি হলেও প্রত্যাবাসনে দৃশ্যত কোনো অগ্রগতি নেই। সম্প্রতি প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।
আজকের বাজার/ এমএইচ