পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ-জ্বালানি খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ এপ্রিল সকাল ১১ টায় হোটেল লেকশোর, গুলশান-২ এ অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে লিন্ডেবিডি ১৪০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ দিয়েছে।
এর আগের ২ বছর কোম্পানিটি ৩১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।।
'এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৬০ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯ দশমিক ৫০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে।
রাসেল/