২৬ বছরের যুবতীকে ৫ ঘণ্টা গণধর্ষণ

ধর্ষণ ভারতের নিত্য নৈমত্য বিষয়ে পরিণত হয়েছে। নৃশংস কিছু ধর্ষণের স্মৃতি এখনও ভারতের মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে। এর মধ্যেই দেশটির রাজধানীতে ফের ধর্ষণের ঘটনা ৷ এবার ২৬ বছরের এক যুবতীকে তিন বন্ধু মিলে গাড়িতে টানা ৫ ঘণ্টা গণধর্ষণ করেছে।

পুলিেশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এমনই খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, ওই যুবতী সিকিমের বাসিন্দা। বর্তমানে দিল্লিতে থাকেন৷ কনৌট প্লেসে এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি ৷ সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত সিনেমা দেখেন দু’জনে৷ এরপর দু’জনে মাঝরাত পর্যন্ত খাওয়া-দাওয়া করেন৷ বন্ধুর সঙ্গেই গুরুগ্রামে ফেরেন নিজের বাড়িতে৷ হেঁটে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি৷ তখনই তিন যুবক আচমকা তাকে জোর করে একটি সুইফট ডিজায়ার গাড়িতে তুলে নেয়৷ চলন্ত গাড়িতেই যুবতীকে তিন জন মিলে ধর্ষণ করে ৷ ভোর সাড়ে ছ’টা নাগাদ নজফগড়ের কাছাকাছি এলাকায় তাকে ফেলে দিয়ে পালিয়ে যায় তিনজন৷

যুবতী জানান, তিনজন মিলে প্রায় ৫ ঘণ্টা ধরে তাকে ধর্ষণ করে৷ একজন তাকে মেরে ফেলার কথাও বলেছিল৷ কিন্তু তিনি তাদের কাছে প্রাণভিক্ষা চান৷ তখন তাকে এক নির্জন স্থানে ছেড়ে দেওয়া হয়৷

আজকের বাজার: আরআর/ ১৫ মে ২০১৭