২৬ মার্চকে বাংলাদেশ দিবস ঘোষণা করেছেন ওয়াশিংটন ডিসির মেয়র

District of Columbia Mayor Muriel Bowser speaks during a news conference, Wednesday, May 27, 2020, in Washington. Bowser announced the start of the Phase 1 response to the coronavirus in Washington is to begin Friday, May 29. (AP Photo/Jacquelyn Martin)

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি মেয়র মুরিয়েল বাউসার ২০২১ সালের ২৬ মার্চকে ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন।
মেয়র মুরিয়েল বাউসার স্বাক্ষরিত এক ঘোষণায় বলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ প্রস্ফুটিত হচ্ছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ রূপান্তরিত হচ্ছে।