২৭টি জাহাজ ও ২১টি জাহাজ কোম্পানি কালো তালিকাভুক্ত

উত্তর কোরিয়াকে সহায়তা করায় ২৭টি জাহাজ, ২১টি জাহাজ কোম্পানি ও এক ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছে নিরাপত্তা পরিষদ।

এতে এসব তেলের ট্যাংকার ও কার্গো জাহাজ বিশ্বের সব বন্দরে নিষেধাজ্ঞার সম্মুখীন হবে ও প্রতিষ্ঠানগুলোর সম্পদ জব্দ থাকবে।

গেলো মাসে, উত্তর কোরিয়ার তেল ও কয়লার মতো দ্রব্য পাচার রোধে জাতিসংঘে এ প্রস্তাব তোলে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ং-এর বিরুদ্ধে জাতিসংঘের নেয়া এটাই সবচেয়ে কঠোর পদক্ষেপ।

এর আগেও, উত্তর কোরিয়া পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে আন্তর্জাতিক ও যুক্তরাষ্ট্রের আরোপ করা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়ে।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়গুলো এ বিষয়ে একত্র হয়ে কাজ করছে, তা স্পষ্ট করেই বোঝা যাচ্ছে। উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায় কাজ করে যাচ্ছে।

আজকের বাজার/আরজেড