করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষা ও ব্যবসায় প্রতিষ্ঠান, কিন্তু থেমেই নেই স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণের কাজ! শনিবার সকালে সেতুর ২৭তম স্প্যান বসানোর মধ্য দিয়ে ৬.১৫ কিলোমিটার পদ্মাসেতুর ৪.০৫ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। ফলে স্বপ্নের সেতু এখন বাস্তবায়নের কাছাকাছি। পদ্মা সেতুর উপ সহকারী প্রকৌশলী মো. মুরাদ কাদের জানান, সকাল ৯টা ২০ মিনিটে ‘৫সি’ নম্বর স্প্যানটি ২৭ ও ২৮ নম্বর খুঁটির ওপর বসিয়ে দেয়া হয়। এর আাগে সর্বশেষ গত ১০ মার্চ ২৬তম স্প্যানটি বসানো হয়।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানান, দেশে করোনাভাইরাস আতঙ্ক থাকলেও পদ্মা সেতুর কাজ থেমে নেই। এপ্রিলের মাঝামাঝি আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। প্রকৌশলী মো. মুরাদ জানান, চৈনিক নববর্ষের ছুটিতে চীনে গিয়ে যেসব কর্মীরা আটকে ছিলেন, তাদের অনেকে ফিরে এসে ‘কোয়ারেন্টাইন’ সফলভাবে সম্পন্ন করার পর কাজে যোগ দিয়েছেন। প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে কাজ শুরু হওয়া ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দ্বিতল হবে। যার ওপর দিয়ে সড়কপথ ও নিচের অংশে থাকবে রেলপথ। মূলসেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদী শাসনের কাজ করছে চীনের ‘সিনো হাইড্রো করপোরেশন’। সূত্র- ইউএনবি
আজকের বাজার/শারমিন আক্তার