২৭ এপ্রিল দেশের একশ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘চালবাজ’

মুক্তির অপেক্ষায় ‘চালবাজ’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের সুপারস্টার খ্যাত শাকিব খান। তাঁর বিপরীতে আছেন টালিউডের নায়িকা শুভশ্রী। মুক্তির আগেই এ নিয়ে চলছে বেশ উত্তেজনা। শাকিব বিরোধীরা কোনোভাবেই চায়নি এ বৈশাখে সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাক। অবশেষে সব জল্পনা কল্পনা পেরিয়ে আগামী ২৭ এপ্রিল দেশের প্রায় একশ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার প্র্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সিনেমাটির বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া।

বিষয়টি নিয়ে শাকিব খান বলেন, ‘আমি তো দেশে আর দেশের বাইরে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে শুনলাম, কে বা কারা আমার এই সিনেমার মুক্তিতে নাকি বাধা দেওয়ার চেষ্টা করেছে। নানা বিভ্রান্তিমূলক কথা ছড়িয়েছে। শুনেছি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে খুশি হয়েছেন, এটা বড় প্রাপ্তি। আশা করছি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্যদের পর এবার সিনেমাটি দেশের মানুষের ভালোবাসা পাবে।’

ছবিটি প্রযোজনা করেছে ভারতের এসকে মুভিজ। সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে মুক্তি পাচ্ছে। আর এর বিনিময়ে বাংলাদেশের সিনেমা ‘অজান্তে ভালোবাসা’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভারত থেকে আমদানি করা ‘চালবাজ’ সিনেমাটিকে ইতিমধ্যে বিনা কর্তনে ছাড়পত্রও দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড।

গত ২০ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের ৯১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘চালবাজ’। বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ে আমদানির অনুমতি পেতে দেরি হওয়ায় ভারতে আগে মুক্তি পেয়েছে ‘চালবাজ’।

‘চালবাজ’ সিনেমাটিতে শাকিব খান, শুভশ্রী ছাড়া আরও অভিনয় করেছেন বাংলাদেশের শাহেদ আলী, রেবেকা, সুব্রত, কলকাতার আশিষ বিদ্যার্থী, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত সহ আরও অনেকে। এটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি।

আজকের বাজার/ এমএইচ