১৮ অক্টোবর বুধবার ইরাকের রাজধানী বাগদাদে অবতরণ করেছে সৌদি আরবের একটি বাণিজ্যিক বিমান।
গত ২৭ বছরের মধ্যে এই প্রথম ইরাকে অবতরণ করেছে কোনো সৌদি বিমান।
ইরাকের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়ার পর শুরু হয়েছে দুই দেশের মধ্যে বিমান চলাচল।
ইরাকের যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
সৌদি কোম্পানি ফ্লাইনাস ইরাকের কয়েকটি শহরে ফ্লাইট চালুর পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ইরাকি কর্মকর্তাগণ। সৌদি আরবের অভ্যন্তরে ব্যাপক প্রতিযোগিতার মুখে পড়ায় কোম্পানিটি আয় বৃদ্ধির জন্য ইরাকে ফ্লাইট চালু করছে।
সৌদি আরবের অনেকেই জিয়ারতের জন্য ইরাকের ধর্মীয় নগরীগুলো সফর করতে চান। এ কারণে সৌদি আরব কোনো ধরনের জটিলতা সৃষ্টি না করলে বিমান সংস্থাটি অনেক যাত্রী পাবে বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরব ইরাকে তৎপর সন্ত্রাসীদেরকে সব ধরনের সহযোগিতা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই অভিযোগ গত বছর তৎকালীন সৌদি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল ইরাক সরকার।
সূত্র : পার্সটুডে
আজকের বাজার : এমএম / ১৯ অক্টোবর ২০১৭