গত ৩০ মে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হওয়া আইসিসি দ্বাদশ ক্রিকেট বিশ্বকাপের পর্দা নামছে আগামীকাল ১৪ জুলাই লর্ডসে অনুষ্ঠিতব্য ফাইনালের মাধ্যমে।
গত ৯ জুলাই প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে ওঠে বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ড।
দ্বিতীয় সেমিফাইনালে ১১ জুলাই বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে স্বাগতিক ইংল্যান্ড।
সর্বশেষ ১৯৯২ আসরে নিজ মাঠে বিশ্বকাপ ফাইনাল খেলেছে ইংল্যান্ড। দীর্ঘ ২৭ বছর পর দ্বিতীয়বারের মত আবারো নিজ মাঠে ফাইনাল খেলতে নামছে ইয়োইন মরগানের নেতৃত্বাধীন দলটি।
আজকের বাজার/লুৎফর রহমান