নিজের দল ২৭-০ গোলের ব্যবধানে জয়লাভ করায় ইতালির একটি অনূর্ধ্ব-১৮ দলের কোচকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করার পর নিজ দলের কোচের সমালোচনায় মেতেছেন ক্লাবটির প্রেসিডেন্ট।
ইনভিকতাসাউরোর স্বত্বাধিকার পাওলো বর্গেলি বলেন, ‘২৭-০ গোলে জয়ের খবরটি শুনে আমরা ভীষণ অনুতপ্ত এবং লজ্জিত হয়েছি। ছোটদের ফুটবলকে সম্মান দেওয়া উচিত। প্রতিপক্ষকে সবসময়ই সম্মান দেওয়া উচিত এবং যেটা আজকে আমাদের দল করতে ব্যর্থ হয়েছে।’ মূলত প্রতিপক্ষ দলকে এমন লজ্জায় ডোবানোর কারণেই চাকরিচ্যুত হয়েছেন দায়িত্বে থাকা সেই কোচ।
ক্লাব প্রেসিডেন্ট আরও বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী ম্যারিনা ক্লাবের নিকট। আমাদের পরিচালকদের সম্মতিক্রমে বহিষ্কার করা হচ্ছে আমাদের কোচকে। সকল কোচেরই দায়িত্ব থাকে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়া। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তাদের সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা, যেটা আজকে আমার দল করতে ব্যর্থ হয়েছে।’
আজকের বাজার/আরিফ