আগামী ২৮ অক্টোবর হতে ঢাকা থেকে ইতালির রোমে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
গত সপ্তাহে ইতালি যাতায়াতে বৈধ বাংলাদেশিদের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিমান।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি যাত্রীদেরকে বুকিংয়ের জন্য বিমান সেলস কাউন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানায়।
গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছিলেন, ‘আমাদের অনুরোধে, ইতালিতে অবস্থানের বৈধতা থাকা বাংলাদেশিদের জন্য ফ্লাইটের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। যাদের বৈধতার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের ভিসার জন্য আবেদন করতে হবে।’