শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৮ কোম্পানির প্রথম প্রান্তিক ঘোষণা সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টস এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : এমবি ফার্মা, এমজেএল বাংলাদেশ লিমিটেড, একমি ল্যাবরেটরিজ, বিডি অটোকার্স, সায়হাম কটন, সায়হাম টেক্সটাইল, রহিমা ফুড, কোহিনুর কেমিক্যালস, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, রেনেটা, এপেক্স ফুডস,এপেক্স স্পিনিং, এপেক্স ফুটওয়্যার, আমান ফিড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, সিমটেক্স, সিনো বাংলা, ফু-ওয়াং সিরামিক,মুন্নু সিরামিক, মুন্নু জুট স্টাফলার্স, শেফার্ড, খান ব্রাদার্স, অগ্নি সিস্টেমস, অলিম্পিক এক্সেসরিজ, সাইফ পাওয়ার টেক, বারাকা পাওয়ার এবং বিডি কম।
জানা গেছে, এমবি ফার্মার ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, এমজেএল বাংলাদেশ লিমিটেডের ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টায়, একমি ল্যাবরেটরিজের ১২ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, বিডি অটোকার্সের ১৩ নভেম্বর বিকাল ৪টায়, সায়হাম কটনের ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, সায়হাম টেক্সটাইলের ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টায়, রহিমা ফুডের ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, কোহিনুর কেমিক্যালসের ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, ওরিয়ন ইনফিউশনের ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, ওরিয়ন ফার্মার ১৪ নভেম্বর বিকাল ৫টায়, রেনেটার ১৩ নভেম্বর বিকাল ৩টায়, এপেক্স ফুডসের ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৫টায়, এপেক্স স্পিনিংয়ের ১৪ নভেম্বর বিকাল ৫টায়, এপেক্স ফুটওয়্যারের ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, আমান ফিডের ১৪ নভেম্বর বিকাল ৫টায়, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ১৪ নভেম্বর বিকাল সাড়ে ৪টায়, সিমটেক্সের ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টায়, সিনো বাংলার ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, ফু-ওয়াং সিরামিকের ১৪ নভেম্বর বিকাল ৩টায়, মুন্নু সিরামিকের ১৪ নভেম্বর বিকাল ৪টায়, মুন্নু জুট স্টাফলার্সের ১৪ নভেম্বর বিকাল পৌনে ৪টায়, শেফার্ডের ১৩ নভেম্বর বিকাল ৩টায়, খান ব্রাদার্সের ১৪ নভেম্বর বিকাল ৩টায়, অগ্নি সিস্টেমসের ১৪ নভেম্বর বিকাল ৩টায়, অলিম্পিক এক্সেসরিজের ১৩ নভেম্বর বিকাল ৩টায়, সাইফ পাওয়ার টেকের ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৩টায়, বারাকা পাওয়ারের ১৪ নভেম্বর বিকাল ৪টায় এবং বিডি কমের ১৩ নভেম্বর বিকাল ৩টায়।
কোম্পানিগুলোর পর্ষদ সভায় ৩০ জুন ২০১৭ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করা হবে।
আজকের বাজার:এলকে/এলকে ৮ নভেম্বর ২০১৭