২৮ বছর পর জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই সেঞ্চুরির করে রেকর্ড বইয়ে নাম তুললেন ক্রেইগ আরভিন।
আজ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার এক ম্যাচ সিরিজের একমাত্র টেস্ট। এ টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে খেলছেন আরভিন। ম্যাচের প্রথম দিনই সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
২১৩ বলে টেস্ট ক্যারিয়ারে ১৮তম ম্যাচে তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন আরভিন। এতেই জিম্বাবুয়ের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অধিনায়কত্বের অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করলেন আরভিন। এর আগে অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন ডেভিড হটন। ১৯৯২ সালে ভারতের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেকে সেঞ্চুরি করে ১২১ রানের নান্দনিক ইনিংস খেলেন হটন।
রেকর্ড বইয়ে নাম তুলে ২২৭ বলে ১৩টি চারে ১০৭ রানে থামেন আরভিন। ফলে হটনের পাশে বসলেও, রানের দিক দিয়ে তার নিচেই আছেন আরভিন। দিনের খেলা শেষ হবার ১০ বল আগে আউট হন তিনি।
জিম্বাবুয়ের অধিনায়ক হিসেবে টেস্টে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহকারী চার ব্যাটসম্যান:
অধিনায়ক স্কোর বিপক্ষ সাল
ডেভিড হটন ১২১ ভারত ১৯৯২
ক্রেইগ আরভিন ১০৭ বাংলাদেশ ২০২০
ব্রেন্ডন টেইলর ৭১ বাংলাদেশ ২০১১
এন্ডি ফ্লাওয়ার ৬৩ পাকিস্তান ১৯৯৩