প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘দেশে শিক্ষকের মোট শূন্য পদ ২৮ হাজার ৮৩২টি।’
তিনি বলেন, ‘২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্যপদ ৭০১৮টি। এর মধ্যে ৪১৬৬টি ৬৫ শতাংশ হিসেবে পদোন্নতি যোগ্য সংক্রান্ত শূন্য পদ। আর ২৮৫২ পদ ৩৫ শতাংশ হিসেবে নিয়োগযোগ্য। আর সহকারি শিক্ষক পদের শূন্য পদ ২১ হাজার ৮১৪টি। সব মিলিয়ে মোট শূন্য পদ ২৮ হাজার ৮৩২টি।’
মঙ্গলবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সাংসদ মো. মামুনুর রশীদ কিরনের (নোয়াখালী-৩) এক প্রশ্নে তিনি একথা বলেন।
সহকারি শিক্ষকদের শূন্য পদ সম্পর্কে তিনি বলেন, ‘২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত সহকারি শিক্ষকের (৬১ জেলার) ১৮ হাজার ১৪৭টি শূন্যপদে নিয়োগের জন্য বিগত ২০১৯ সালের ২৪ ডিসেম্বর ১৮ হাজার ১৪৭ জন প্রার্থীকে চূড়ান্ত নির্বাচিত করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচিত প্রার্থীদের নামে নিয়োগপত্র জারি করা হয়েছে। যথাশীঘ্র নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণ যোগদান করবেন।’
তিন পার্বত্য জেলায় জেলা পরিষদের তত্ত্বাবধানে স্থানীয়ভাবে শিক্ষক নিয়োগ দেওয়া হয় বলে জানান তিনি।
আজকের বাজার/এমএইচ