২ কোটি টাকার বেশি সম্পদে সারচার্জ

২ কোটি টাকার বেশি সম্পদশালীদের কাছ থেকে সারচার্জ নেওয়া যাবে বলে হাইকোর্টের আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে সম্পদশালীদের কাছ থেকে সারচার্জ বা অতিরিক্ত কর নেওয়া যাবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর।

বৃহস্পতিবার ২৩ নভেম্বর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ব্যবসায়ীদের করা লিভ টু আপিলের অনুমতি দিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর।

এর আগে ২০১৫ সালে হাইকোর্টের একটি বেঞ্চ সম্পদশালীদের কাছ থেকে সারচার্জ নেওয়া সাংবিধানিক বলে রায় দিয়েছিলো।

আজকের বাজার: আরআর/ ২৩ নভেম্বর ২০১৭