২ কোটি ৭০ লাখ টাকার ইয়াবা জব্দ কক্সবাজারে এবং ৫ জন আটক

কক্সবাজারে সন্দেহভাজন পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় তাদের কাছ থেকে ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের প্রায় ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন,মো. শামসুল আলম (২৫), মো. আক্তার হোসেন (৩৫) মো. হোসেন (২৮), মো. জামির হোসেন (৫০) ও মো.কেফায়েতুল্লাহ (৩০)।

জাল পণ্যের বিশাল চালান নিয়ে একটি ট্রলার সোমবার মিয়ানমার থেকে মিস্ত্রি ঘাটে আসার খবর পেয়ে বিজিবি -২ ব্যাটালিয়ন টেকনাফের একটি দল এই অভিযান পরিচালনা করেছেন বলে জানান ব্যাটালিয়নের প্রধান কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান।

তিনি জানান, বিজিবি কর্মীরা তেলের ট্যাঙ্কের ভিতরে লুকিয়ে থাকা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটগুলি জব্দ করে এবং জাহাজে থাকা পাঁচজন পাচারকারীকে আটক করে।

এছাড়া টেকনাফের দমদমিয়া চেকপোস্টের কাছে অন্য একটি অভিযানে বিজিবি ২ ব্যাটালিয়নের একটি টহল দল প্রায় ১৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। খবর-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান