বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও কোটস বাংলাদেশ লিমিটেড তাদের লভ্যাংশের নির্দিষ্ট অংশ বাবদ ২ কোটি ৭৮ লাখ টাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে প্রদান করেছে।
সম্প্রতি বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সঙ্গে কোম্পানি দুটির প্রতিনিধি দল সাক্ষাৎ করে নিজ নিজ প্রতিষ্ঠানের লভ্যাংশের চেক হস্তান্তর করে।
বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজার নেতৃত্বে ছয় সদস্যের এক প্রতিনিধি দল এক বছরে কোম্পানিটির মোট মুনাফার ৫ ভাগের এক-দশমাংশ হিসাবে ১ কোটি ৮২ লাখ ৮৯ হাজার ১৮৯ টাকার চেক হস্তান্তর করে। অন্যদিকে কোটস বাংলাদেশের মানবসম্পদ পরিচালক জুলফিকার হায়দারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল তাদের এক বছরের মোট মুনাফার ৫ ভাগের এক-দশমাংশ হিসাবে ৯৫ লাখ ৮৭ হাজার ৪০১ টাকার চেক শ্রম প্রতিমন্ত্রীর হাতে তুলে দেয়।
চেক প্রদান অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিঞা আব্দুল্লাহ মামুন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ তহবিলের মহাপরিচালক ড. আনিসুল আওয়াল, বেক্সিমকো ফার্মার নির্বাহী পরিচালক জামাল আহমেদ চৌধুরী, মানবসম্পদ বিভাগের ডিজিএম এমএ আরশাদ ভূঁইয়া, কোটস বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর আহসান চৌধুরী ও করপোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার নোবেল তালুকদার উপস্থিত ছিলেন।
আজকের বাজার : সালি / ১৫ নভেম্বর ২০১৭