পুঁজিবাজারে তালিকাভুক্ত সিলভা ফার্মা ও একটিভ ফাইনের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। আগামী ২ জানুয়ারি থেকে কোম্পানি ২টি পরিবর্তিত ক্যাটাগরিতে লেনদেন করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সিলভা ফার্মা ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ এবং আইসিবি বাদে স্পন্সর ও পরিচালকদের ৫ শতাংশ বোনাস লভাংশ দিয়ে এন থেকে এ ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
একটিভ ফাইন ৩০ জুন, ২০১৯ সালের সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে এ থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।