পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। এগুলো হচ্ছে- ফিনিক্স ফাইন্যান্সের উদ্যোক্তা পরিচালক মোবারক আলী এবং ইসলামি ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ফারহানা আলম।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষণা অনুযায়ী, ফিনিক্স ফাইন্যান্সের উদ্যোক্তা পরিচালক মোবারক আলীর কাছে থাকা মোট ৬০ লাখ ৮০ হাজার ১৪৮টি শেয়ারের মধ্যে ১০ লাখ শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করবেন।
আর ইসলামি ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ফারহানা আলমের কাছে থাকা মোট ১৭ লাখ ৭০ হাজার ৫৩৭টি শেয়ারের মধ্যে ৮৮ হাজার ৫০০ শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিক্রি করবেন।