২ ঘণ্টায় লেনদেন ২২৯ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪ অক্টোবর মঙ্গলবার মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে ২২৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৯৭৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩২৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৭২ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের দুই ঘণ্টায় ৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৩৪ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

আজকের বাজার:এলকে/এলকে ২৪ অক্টোবর ২০১৭