২ ঘন্টায় লেনদেন ৪৬১ কোটি টাকা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ২৭ নভেম্বর মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন চলছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে। এদিন বেলা ১২টা ২৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ৪৬৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৯৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৭৯ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ২০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫৯৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

আজকের বাজার:এলকে/এলকে ২৭ নভেম্বর ২০১৭