নাটোরের বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হক হত্যা মামলার রায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও ১১ জনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাইফুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন তোরাব আলী ও শামীম।
মামলায় মোট ১৭ আসামির মধ্যে প্রধান আসামি তৎকালীন উপজেলা বিএনপির সভাপতিসহ চারজনের মৃত্যু হওয়ায় তাদের এ মামলা থেকে বাদ দেয়া হয়। অবশিষ্ট ১৩ জনের মধ্যে ১১ জনের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্ত দুজন পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০২ সালের ২৮ মার্চ সন্ধ্যায় বনপাড়া বাজারে যুবদল নেতা আলিম মোল্লাকে হত্যা করা হয়। এর জের ধরে ওই রাতেই আয়নাল হককে তার বাসা থেকে ধরে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করা হয়। পর দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় তার ছেলের বউ নাজমা জাকির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছিলেন।