২ দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ বৃহস্পতিবার বেলা ১টায় হবিগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান এ রিমান্ড মঞ্জুর করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম।

পুলিশ জানায়, গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শায়েস্তাাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে ছাত্র-জনতার ঢল নামে। ব্যারিস্টার সুমনের নির্দেশে বিকেল সাড়ে ৪টার দিকে ছাত্র-জনতার ওপর হামলা ।  এতে বিপুল সংখ্যক আন্দোলনকারী আহত হন।

এ ঘটনার পর গত ১১ সেপ্টেম্বর উপজেলার চন্দনা গ্রামের বাসিন্দা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাছির উদ্দিন বাদী হয়ে ব্যারিস্টার সুমনসহ ১৭০ নেতাকর্মীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায় আদালতে সুমনের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আজ বৃহস্পতিবার শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবি এডভোকেট নুরুল ইসলাম জানান, রাষ্ট্রপক্ষ থেকে সুমনের ৭দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত আজ উভয়পক্ষের শুনানী শেষে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামীপক্ষের আইনজীবি এডভোকেট শহিদুল ইসলাম জানান, ঘটনার সময় ব্যারিস্টার সুমন ঘটনাস্থলে ছিলেন না। তারপরও তাকে ফাসানোর জন্য মামলায় জড়ানো হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে তাকে ফাঁসানো হয়েছে।