২৭ ও ২৮ আগষ্ট রোববার-সোমবার ১২টি বিশেষ হজ ফ্লাইট পরিচালনার অনুমতি পেল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিমানের মুখপাত্র শাকিল মেরাজ তিনি জানান, শনিবার বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানকে এ অনুমতি দেয় জেদ্দা বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে কোনো অতিরিক্ত ফি নেবে না কর্তৃপক্ষ।
এ অনুমতির ফলে তিন হাজার হজযাত্রীর সৌদি আরবে যাওয়া নিয়ে অনিশ্চয়তা কেটে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে, ২৬ আগষ্ট শনিবার দুপুরে এজেন্সিগুলোর প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বিক্ষোভ করে আটকে পড়া হজযাত্রীরা। বিক্ষোভ মিছিলে এজেন্সির মালিকদের বিচার ও হজে যাওয়ার নিশ্চয়তার দাবি করেন হজযাত্রীরা।
এ বছর হজ পালনের জন্য বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী নিবন্ধন করেছিলেন। তবে ৯৫১ জনের পাসপোর্ট শেষ দিনেও জমা হয়নি। এ হিসেবে এবার বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন ১ লাখ ২৬ হাজার ২৪৭ জন। আর এর মধ্যে গতকাল পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৭৩০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এদিকে আজ শনিবার শেষ হওয়ার কথা ছিল বিমানের হজ ফ্লাইট। আর সোমবার শেষ হবে সৌদি এয়ারলাইনসের হজ ফ্লাইট।
আজকের বাজার:এলকে/এলকে/ ২৬ আগষ্ট ২০১৭