পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ টি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে আজ রোববার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো- যমুনা ব্যাংক লিমিটেড, অগ্রনী ইন্স্যুরেন্স লিমিটেড।
এদের মধ্যে – যমুনা ব্যাংক লিমিটেডের এজিএম ১০ টায় রাজধানীর রমনার পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে।
অগ্রনী ইন্স্যুরেন্স লিমিটেডের এজিএম আজ সকাল ১১ টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিইট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।
আজকের বাজার /মিথিলা