পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ টি প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা বা এজিএম রয়েছে আজ ১২ জানুয়ারি শনিবার।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠান ২টি হলো: ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।
এদের মধ্যে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের এজিএম আজ সকাল ১০ টায় মিরপুর-১৪ তে পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে।
অন্যদিকে, মেঘনা পেট্রোরিয়াম লিমিটেডের ইজিএম আজ সকাল সাড়ে ১০ টায় ও এজিএম সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রামের সিটি হল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৪০ শতাংশ বোনাস লভ্যাংশ সুপারিশ করেছে।
উল্লেখ্য, এজিএমে প্রতিষ্ঠানগুলোর সুপারিশকৃত ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হতে পারে।
আজকের বাজার /মিথিলা