২ বছরেই ৫০০ টাকা থেকে ফ্ল্যাট-গাড়ির মালিক নায়িকা!

সাল ২০১৬। মাত্র ৫০০ টাকা হাতে নিয়ে অচেনা মুম্বাই শহরের মাটিতে পা রেখেছিলেন তিনি। তীব্র প্রতিযোগিতার বাজারে অবশ্য নিজেকে হারিয়ে যেতে দেননি। মন থেকে পেশার প্রতি দায়িত্ববান হওয়ার দৌলতে তড়তড়িয়ে উর্ধমুখী হয়েছে তার সাফল্যের মিটার।

টাইমস নাও এক প্রতিবেদনে জানায়, দু’বছরের ব্যবধানে ঝাঁ চকচকে ফ্ল্যাট-গাড়ির মালকিন দিশা পাটানি। এরই মধ্যে দুটি ব্লকবাস্টার ছবি তার ঝুলিতে! ‘বাঘি টু’ ছবির সাফল্যের কথা বলতে গিয়ে নিজেই এই তথ্য সামনে এনেছেন হিরোইন।

কথায় কথায় দু’বছর আগের স্মৃতিতে ডুব দিয়েছেন দিশা পাটানি। বলেন, যখন এই শহরে পা রাখি তখন আমার সম্বল বলতে ছিল মাত্র ৫০০ টাকা! বলিউডে ক্যারিয়ার শুরুর প্রথম দিককার দিনগুলোয় কত যে বাধা অতিক্রম করতে হয়েছিল।

দিশা বলেন, ছোট থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন পূরণের জন্য মাঝপথেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম। কলেজ ড্রপআউট হয়ে অচেনা অজানা শহরে এসে নিজেকে সামলানোটা খুব কঠিন ছিল আমার কাছে। বাড়ি ভাড়ার টাকা মেটানোর জন্য চাকরি জোগাড় করি। এমনো হয়েছে যে একটা সময় আমার কাছে একটা পয়সাও ছিল না!

এস/