সিনেমা হল না থাকলে চলচ্চিত্র থাকবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী দুই বছরের মধ্যে দেশে সিনেমা হলের সংকট থাকবে না।
মঙ্গলবার সচিবালয়ে চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক ও প্রদর্শক সমিতির সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘সিনেমা হল না থাকলে চলচ্চিত্র বাড়বে না। চলচ্চিত্রের মূল মাধ্যম হলো হল। হল বাঁচলে চলচ্চিত্র বাঁচবে। তাই আমরা এ বিষয়ে কাজ করছি।’
‘সিনেমা তৈরিতে অনুদান ৫ কোটি থেকে বৃদ্ধি করে ১০ কোটি টাকা করা হয়েছে। এ বিষয়ে নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। তবে অনুদানের টাকার ছবি আগে হলে মুক্তি দিতে হবে,’ যোগ করেন তিনি।
মন্ত্রী বলেন, ‘সিনেমা হল কমলেও সিনেপ্লেক্সের সংখ্যা বাড়ছে। তবে সিনেপ্লেক্স থেকে একটি সিনেমা বাবদ প্রযোজককে যে টাকা দেয়া হচ্ছে তা খুবই কম। আমরা চিন্তা ভাবনা করছি যাতে প্রযোজকদের শতকরা হার আরও বাড়িয়ে দেয়া হয়।’
বিদেশি ছবির ব্যাপারে সমিতির দাবির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা দাবি করেছেন বিদেশ থেকে নির্দিষ্ট সংখ্যক ছবি আমদানি করতে। এ বিষয়ে সব সমিতির মতামত নিয়ে সিদ্ধান্ত নেয়া যায় কি না দেখব।’
আজকের বাজার/এমএইচ