২ বিদ্যুৎ কেন্দ্রের নিমার্ণ কাজ করবে বারাকা পাওয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার ২টি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ (ঠিকাদার) করবে। কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরই মধ্যে কোম্পানি দুইটির সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়ে গেছে। কোম্পানি দুইটি হচ্ছে- কর্ণফূলি পাওয়ার এবং বারাকা শিকাল্বাহা লিমিটেড।

এখানে বারাকা পাওয়ার কোম্পানি দুইটির‌ ইঞ্জিনিয়ারিং, প্রোকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন(ইপিসি) ঠিকাদার হিসেবে কাজ করবে। এতে কর্ণফূলি পাওয়ারের সাথে ইপিসি চুক্তি হয়েছে ৩৩ দশমিক ৫০ মিলিয়ন ডলারের। এখান থেকে বারাকা পাওয়ার ৩ শতাংশ প্রোফিট মার্জিন থাকবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

আর বারাকা শিকাল্বাহার সাথে চুক্তি হয়েছে ২৮ মিলিয়ন ডলারের। এই প্রতিষ্ঠান থেকেও বারাকা পাওয়ার ৩ শতাংশ প্রোফিট মার্জিন থাকবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

এ ক্যাটাগরির কোম্পানিটি ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির মোট শেয়ারের মধ্যে ১৮ দশমিক ৯৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকের কাছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৩ দশমিক ৭৮ শতাংশ শেয়ার এবং ৫৭ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

আরএম/