পদ্মা-মেঘনাসহ ইলিশ বিচরণের ৫টি অভয়াশ্রম এবং উপকূলীয় নদ-নদীতে দীর্ঘ ২ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে নদীতে মাছ ধরতে শুরু করেছেন জেলেরা।
সোমবার মধ্যরাত থেকে চাঁদপুরের ষাটনল থেকে দক্ষিণে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত দীর্ঘ একশ’ কিলোমিটার নদীতে উৎসব মুখর পরিবেশে মাছ ধরতে নামেন জেলেরা। প্রথম দিনই নদীতে ভালো ইলিশ মাছ পাচ্ছেন বলে জেলেরা।
এদিকে দীর্ঘ ২ মাস অলস সময় কাটানোর পর ভোর থেকে কর্মমুখর হয়ে ওঠে ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীর প্রায় ১শ ৯০ কিলোমিটার এলাকা জুড়ে। প্রথম দিন জালে খুব বেশি ইলিশ ধরা না পড়লেও আশাবাদী জেলেরা।
অন্যদিকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইলিশ ধরায় ব্যস্ত হয়ে পড়েছেন পটুয়াখালীর প্রায় ৬০ হাজার জেলে। ২ মাস ইলিশ ধরা বন্ধ থাকায় নদীতে বড় ধরা পড়বে বলে মনে আশা করছেন তারা। এছাড়া প্রথম নদীতে নেমেই ইলিশে দেখা মেলায় খুশি জেলেরা।
আজকেরবাজার/আইএ/এইচ/এস