গাইবান্ধা সদর উপজেলায় একটি গাছে একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পাঠানডাংগা মাঝিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত দুই যুবক হল মাঝিপাড়া গ্রামের রামচন্দ্র দাসের ছেলে মৃনাল চন্দ্র দাস (২৬) ও চুনিয়াকান্দি গ্রামের নিতাই চন্দ্র দাসের ছেলে সুমন চন্দ্র দাস (২৭)।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিশ্বজিৎ কুমার জানান, মৃনাল চন্দ্র দাস ও সুমন চন্দ্র দাস দু’দিন আগে ঢাকায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। দু’দিন নিখোঁজ থাকার পর এই একই রশি ও একই গাছে দু’জনের ঝুলন্ত লাশ দেখে আজ সকালে গ্রামবাসী পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
লাশের পাশে তিন ব্যক্তির ছবি, ছুরি ও তাদের ব্যবহৃত ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। নিহতের স্বজনদের অভিযোগ দু’দিন আগে নিখোঁজ হওয়া তাদের ছেলেকে কে বা কারা হত্যা করে গাছে ঝুলিয়ে দিয়েছে। খবর-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান