পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের শাহজিবাজার পাওয়ার কোম্পানির উদ্যোক্তা ২ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির উদ্যোক্তা ফরিদুল আলম তার কাছে থাকা ৪৮ লাখ ৪৬ হাজার ৯৩৬টি শেয়ারের মধ্যে ২ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে ঘোষিত শেয়ার বিক্রি সম্পন্ন করবেন তিনি।
আজকের বাজার:এসএস/৭জানুয়ারি ২০১৮