লিবিয়ার পশ্চিম উপকূল থেকে দুই শতাধিক অভিবাসীকে দেশটির নৌবাহিনী উদ্ধার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম।
শনিবার আইওএম লিবিয়া এক টুইটে জানায়, ‘নৌবাহিনীর মাধ্যমে উদ্ধার হওয়া অভিবাসীরা তীরে পৌঁছেছেন।’
আন্তর্জাতিক সংস্থাটি আরও জানায়, ‘আমাদের কর্মীরা প্রয়োজনীয় জরুরি সহায়তা প্রদানের জন্য তীরের ওই স্থানে পৌঁছালেও লিবিয়া কোনো নিরাপদ বন্দর নয়।’
উত্তর আমেরিকার দেশগুলোতে অনিরাপত্তা ও বিশৃঙ্খলার কারণে ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে ওই দেশগুলোর অনেক অধিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার আশা নিয়ে লিবিয়াকে বেছে নিচ্ছেন।
গত কয়েকদিনে লিবিয়ার পশ্চিম উকপূল থেকে পাঁচ শতাধিক অবৈধ অভিবাসীকে উদ্ধারের কথা জানিয়েছে দেশটির নৌবাহিনী। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ