পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহর্ভূতআর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ২ হাজার কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। বন্ডের নাম আইসিবি সাব-অর্ডিনেটেড বন্ড।
প্রতিষ্ঠানটি বাংলোদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করতে পারবে।
বন্ডটি কুপন বেয়ারিং, নন-কনভারটেবল ও রিডেমবল। এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এটি নন-লিস্টেড বন্ড।
এই বন্ডের ফেসভ্যালু ও ইস্যু ভ্যালু প্রতি ইউনিট ১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন একজন ব্যক্তি এক কোটি টাকায় একটি বন্ড ইস্যু করতে পারবে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সর্বনিম্ন ৫টি বন্ড ৫ কোটি টাকায় ইস্যু করতে পারবে।
কোম্পানিটি ২০১৭ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস।এর আগের বছর কোম্বপানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো। তার আগের বছর দিয়েছিলো ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ।
‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
বর্তমানে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৬৯ দশমিক ৮১ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া সরকারের কাছে ২৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৪৪ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে।
রাসেল/