চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। প্রথম টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাটিং-এ নেমে ৫১৩ রানে অলআউট হয় বাংলাদেশ।
জবাবে ইনিংসের শুরুতে করুনারত্নের উইকেট হারালেও কুশল মেন্ডিস আর ধনাঞ্জয়া ডি সিলভার অনবদ্য ব্যাটিং এ ভর করে মাত্র তিন উইকেট হারিয়ে ৫০৪ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে লংকানরা।
তৃতীয় দিন শেষ লংকানরা পিছিয়ে রয়েছে ৯ রানে। রোশন সিলভা অপরাজিত আছেন ৮৭ রানে এবং দিনেশ চান্ডিমাল আছেন ৩৭ রানে।
গতকালই ওপেনার ধনঞ্জয়া ডি সিলভা তার শতক তুলে নেন। ডি সিলভার শতকে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ১৮৭ রান করে শ্রীলংকা। তৃতীয় দিনের শুরুতে কুশল মেন্ডিসও তুলে নেন নিজের শতক।
মধ্যাহ্ন ভোজনের বিরতি বিরতির পরও জমাট ব্যাটিং করছিলেন দুই লঙ্কান। তবে দ্বিতীয় সেশনে নতুন বল নিয়ে নিজের দ্বিতীয় ওভারেই ধনঞ্জয়াকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশি এ পেসারের শর্ট লেন্থের ডেলিভারি পুল করতে গিয়ে লিটন দাসের গ্লাভসবন্দী হন ধনঞ্জয়া (১৭৩)। ফেরার আগে কুশল মেন্ডিসের সঙ্গে ৩০৮ রানের দারুণ এক জুটি গড়েন তিনি।
পরে মেন্ডিসের সঙ্গে ক্রিজে যোগ দেন রোশন সিলভা। মেন্ডিস আর রোশন সিলভা ভালোই মোকাবিলা করছিলেন বাংলাদেশি বোলারদের।
তবে নিজের প্রথম দ্বিশতকের থেকে মাত্র ৪ রান দূরে থাকতেই তাইজুল ইসলামের বলে মুশফিককে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন মেন্ডিস। এরপর ক্রিজে আসেন ডিনেশ চান্ডিমাল।
বাংলাদেশের ইনিংসে মোমিনুল হক ১৭৬, মুশফিকুর রহিম ৯২, তামিম ইকবাল ৫২, ইমরুল কায়েস ৪০, সানজামুল ইসলাম ২৪, মেহেদি হাসান মিরাজ ২০, মোসাদ্দেক হোসেন ৮, মুস্তাফিজুর রহমান ৮, তাইজুল ইসলাম ১ ও লিটন কুমার দাস শুন্য রান করেন। তবে ৮৩ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
শ্রীলংকার পক্ষে সুরাঙ্গা লাকমল-রঙ্গনা হেরাথ ৩টি করে, লক্ষণ সান্দাকান ২টি এবং দিলরুয়ান পেরেরা ১টি উইকেট নেন।