৩০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ইফাদ অটোস

কুপন বেয়ারিং নন-কনভার্টেবল ফুলি রিডামবল বন্ড ইস্যু করে ৩০০ কোটি টাকা সংগ্রহ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র যানায়, কোম্পানিটির অনুষ্ঠিত বোর্ড সভায় এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। কোম্পানিটির বন্ড ইস্যুর মাধ্যমে ৩০০ কোটি টাকা উত্তোলন করবে।বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে কুপন বেয়ারিং নন-কনভার্টেবল ফুলি রিডামবল বন্ড। এই বন্ডের নাম হবে “ইফাদ অটোস কুপন বেয়ারিং বন্ড”। যার মেয়াদ হবে ৫ বছর।

তবে সব কিছু নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের উপর। বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন পেলেই বন্ডের মাধ্যমে টাকা তুলবে কোম্পানিটি।