আগামী ৩০ অক্টোবরের পর যে কোন দিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।
সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন হেলালুদ্দীন আহমদ।
হেলালুদ্দীন আহমদ জানান, ৩০ অক্টোবর থেকে কাউন্টডাউন শুরু হবে। তফসিল ঘোষণার পূর্বে যেসব কাজ থাকে তা প্রায় ৮০ ভাগ সম্পন্ন হয়েছে।
ইতোমধ্যে ১০ কোটি ৪১ লাখ ভোটার তালিকা সম্পন্ন হয়েছে উল্লেখ করে ইসি সচিব বলেন, ভোটার তালিকার সিডিও আমাদের প্রস্তুত হয়ে গেছে। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের সব জেলা, উপজেলাতে এই সিডি আমরা পাঠিয়ে দেব। এই সিডি থেকে ভোটার তালিকা মুদ্রণ করা হবে।
ইতোমধ্যে ভোট কেন্দ্রের খসড়া তালিকা ৫ আগস্ট প্রকাশ করা হয়েছে বলে জানান এই ঊর্ধতন কর্মকর্তা।
তিনি আরো জানান, ৩০ আগস্ট পর্যন্ত এর ওপর আপত্তি-অনাপত্তির দরখাস্ত চাওয়া হয়েছিল। অনেকগুলো দরখাস্তও পড়েছে। জেলা, উপজেলা নির্বাচন অফিস স্থানীয়ভাবে তদন্ত করে ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা অনুসারে তারা নির্ধারণ করবেন। ভোট কেন্দ্রগুলো চূড়ান্ত হলে জেলা, উপজেলা অফিস আমাদেরকে জানাবেন। এরপর জাতীয় নির্বাচনের ২৫ দিন আগে গেজেট আকারে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আজকের বাজার/এমএইচ