আগাম বন্যায় ফসলহানির কারণে হাওর এলাকার জনগোষ্ঠীর জন্য ‘বিশেষ’ সামাজিক নিরাপত্তা কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি বলেন, “কর্মসূচির আওতায় এ এলাকার প্রকৃত দুস্থ ও ক্ষতিগ্রস্ত তিন লাখ ৩০ হাজার পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল প্রদানের বিশেষ ব্যবস্থা আমরা নিয়েছি।”
ক্ষতিগ্রস্ত এই মানুষদের মধ্যে প্রকৃত দুস্থদের চাল দেওয়ার পাশাপাশি মাসিকভিত্তিতে নগদ সহায়তা দিতে ৫৭ কোটি টাকা বিশেষ বরাদ্দও দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী মুহিত।
তিনি বলেন, “এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম ফর দি পুওরেস্ট-ইজিপিপি’র আওতায় ৯১ হাজার ৪৪৭ জন উপকারভোগীকে ৮২ কোটি ৭ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।”
এছাড়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঋণ আদায় স্থগিত, ক্ষতিগ্রস্ত কৃষকদের রেয়াতি হারে নতুন ঋণ দেওয়া এবং ঋণ পুনঃতফসিলি করার সুবিধা হাওর এলাকার জনগোষ্ঠীকে দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।