ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচনকে প্রাধান্য দিয়ে আগামী ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ অস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখার উপসচিব আব্দুল জলিল স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
ওই আদেশে বলা হয়, ‘সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় ৩০ জানুয়ারি ভোর ৬টা হতে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও চলাচল নিষিদ্ধ থাকবে।’
এতে আরও বলা হয়, আগামী ১ ফেব্রয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক অধিশাখা জারিকৃত এক পরিপত্রের মাধ্যমে বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধকরণ সংক্রান্ত অস্ত্র আইন ১৮৭৮ (অধ্যাদেশ ১১, ১৮৭৮) এর ধারা ১৭ (ক) (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ আদেশ জারি করেছে।
এতে উল্লেখ করা হয়, যারা এ আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহণ করা হবে। তথ্য-ইউএনবি
আজরেক বাজার/এমএইচ