রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচন উপলক্ষে আগামী ৩০ জুলাই (সোমবার) নির্বাচনী এলাকায় সব ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে। সার্কুলারটি সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ নির্বাচনে কর্মকর্তা-কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত সব অফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
ওইদিন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয়ও বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আজকের বাজার/এমএইচ